Published : Monday, 16 August, 2021 at 12:00 AM, Update: 16.08.2021 1:32:37 AM
মাসুদ আলম।।
কুমিল্লা
বরুড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচিতে পাল্টাপাল্টি
হামলায় ৩ কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একে অপরকে দায়ী করছে
স্থানীয় আওয়ামীলীগের দু’টি গ্রুপ। গতকাল উপজেলার বরুড়া মধ্য বাজার ও
চান্দিনা রোডে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় এমপি
নাসিমুল আলম নজরুল সমর্থকরা শোক দিবস পালন শেষে বাড়ি ফেরার পথে পৌরসভা
আওয়ামী লীগের সদস্য ও ৬ নং ওয়ার্ড কমিটির সহ সভাপতি মোঃ আবু মিয়া ও ছাত্র
ছাত্র লীগের সহ সম্পাদক মোঃ নাছির উদ্দীন কে আওয়ামী লীগের প্রতিপক্ষের
(উপজেলা চেয়ারম্যান) গ্রুপের লোকজন হামলা করে আহত করে। দুজনের মাথায় ফেটে
যায় এবং আবু মিয়ার একটি পায়ে ও নাসিরের একটি হাতে আঘাত করা হয়। অন্য দিকে
উপজেলা চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলামের সমর্থক ভবানীপুর ইউনিয়ন
স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাজহারুল ইসলামের পিঠে চুরিঘাত করার অভিযোগ করেন
এমপি সমর্থকদের বিরুদ্ধে।
এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ
বলেন, কোন কারন ছাড়াই আমাদের দলীয় নেতা কর্মীর উপর চেয়ারম্যান সমর্থকরা
হামলা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। উপজেলা স্বেচ্ছাসেবক
লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বলেন,আমাদের রেলির পেছনে এসে এমপি
সাহেবের সমর্থক লোকজন মাজহারুল কে আহত করে। আওয়ামী লীগের দুটি গ্রুপে শোক
দিবস উপলক্ষে দলীয় কার্য্যালয় মিলাদ মাহফিল আলোচনা সভা করেন। দু পক্ষ থেকে
উপজেলা পরিষদের ভেতরে বঙ্গবন্ধুর মুরালে পুস্প স্তবক অর্পন করা হয়।