Published : Monday, 16 August, 2021 at 12:00 AM, Update: 16.08.2021 1:32:45 AM
নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন।
এনিয়ে জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এ
ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৬ শতাংশ। এনিয়ে জেলা করোনায়
আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ২০৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার
৮৬০জন। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন রবিবার এসব তথ্য নিশ্চিত
করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট শনিবার বিকেল
থেকে ১৫ আগস্ট শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৬০ টি নমুনা পরীক্ষা করা
হয়েছে। শনাক্তদের মধ্যে ৪৮ জনই কুমিল্লা সিটি কর্পোরেশনের বাসিন্দা।
বাকিদের
মধ্যে আদর্শ সদরে আটজন, বুড়িচংয়ে ছয়জন, ব্রাহ্মণপাড়ায় নয়জন, চান্দিনায়
দুই, চৌদ্দগ্রামে ২৩জন, লাকসামে, দেবিদ্বারে তিনজন, দাউদকান্দিতে ৪০জন,
লাকসামে ১৪জন, লালমাইয়ে আটজন, নাঙ্গলকোটের ২৯জন, বরুড়া ২০জন, মনোহরগঞ্জ
পাঁচজন, মুরাদনগরে তিনজন, মেঘনায় ১৫জন, তিতাসে ১২জন হোমনায় আটজন।
যারা মারা গেছেন তাদের মধ্যে চান্দিনা, বুড়িচং, নাঙ্গলকোট ও বরুড়ায় একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে এক নারী এবং তিনজন পুরুষ।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৩ হাজার ৬২১ হয়েছে।