ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঘাতকরা দেশের ইতিহাসকে কলুষিত করেছে- এমপি সীমা
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM, Update: 16.08.2021 1:32:51 AM
ঘাতকরা দেশের ইতিহাসকে কলুষিত করেছে- এমপি সীমানিজস্ব প্রতিবেদক: আলোচনা সভা ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেতা সফিক শিকদার, অ্যাডভোকেট গোলাম ফারুক, অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন ও এফবিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান ও আওয়ামী লীগ নেতা মোঃ শাহাজাহান পাপন পাল প্রমুখ।
বক্তব্যে আঞ্জুম সুলতানা সীমা বলেন, ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার-পরিজনকে হত্যা করে দেশের ইতিহাসকে কলুষিত করেছে ঘাতকরা। বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বন্ত দেশকে পুনর্গঠন করে যখন সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে পারেননি। তবে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, সে দেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।                                                      
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা খাদেম ফিরোজ, হাসেম খন্দকার জাহাংগীর হোসেন বাবুল, হাজী মনির ভুঁইয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতা শিকদার, সাধারণ সম্পাদিকা আইরিন আহম্মেদ, রোজী মজুমদার, সালেহা বেগম, সামসুন্নাহার পুতুল, সাবিসা শিকদার, নুরজাহান আক্তার চামেলী,যুবলীগ নেতা জহির জদ্দিন ভুলু, জসিম খান, ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা শরিফ, মোঃ নাছির উদ্দিন শাওন, আরিফ খান তুষার ফয়সাল আহম্মেদ প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত করেন, হাফেজ মাওলানা আবু মুছা ।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করণ, সকাল আটটায় বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯ টায় কুমিল্লা জেলা প্রশাসকের উদ্যোগে নগর উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।