ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশ গড়তে শোককে শক্তিতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী---এমপি বাহার
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM, Update: 16.08.2021 1:32:59 AM
দেশ গড়তে শোককে শক্তিতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী---এমপি বাহারতানভীর দিপু:
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, শুধু সীমানা ও সামাজিক নয় দেশের অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন- এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তাঁর ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনতা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে এদেশের স্বাধীনতা এনেছে। সেই হানাদার বাহিনীর দোসররাই দেশের অর্র্থনীতিকে আবারো ধ্বংস করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিলো। সেদিন থেকে এদেশের ইতিহাসে আবারো কালো অধ্যায়ের শুরু হয়। কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর শাহাদাত বরনের পর এদেশের অর্থণীতিকে যারা ভেঙ্গে দিতে চেয়েছিলো তাদের বিরুদ্ধে লড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১৫ই আগষ্টের শোককে শক্তিকে পরিনত করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবছর মহান শোক দিবসের দিনে প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, যারা দেশের অর্থবিদেশে পাচার করেছে তাদের তালিকা করে সেই অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করুন। ওই সব লুটেরা ধনীদের কারনে আজ দেশে আবারা দারিদ্র্যতা তৈরী হচ্ছে। এছাড়া যারা দেশে থেকেও বিপুল অর্থ সম্পত্তির মালিক কিন্তু নিয়মিত টেক্স দেয় না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।  
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে আরো ধন্যবাদ। বঙ্গবন্ধু যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন তেমনি তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই করোনা বিপর্যয়কেও সফলতার সাথে মোকাবেলা করেছেন। তাঁর নেতৃত্বেই দেশের সকল মানুষকে ধারাবাহিকভাবে করোনা প্রতিরোধক টিকাও আওতায় আনা হবে।
তিনি গতকাল কুমিল্লা টাউন হল মিলনায়ততে মহানগর যুবলীগের আয়োজনে ১৫ আগষ্ট শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব) আবু তাহের, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসজ মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অংগসংগঠনের নেতারাা।