ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাকে বিশ্বে পরিচয় করিয়েছেন বঙ্গবন্ধু: মুজিবুল হক
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM, Update: 16.08.2021 1:33:06 AM
বাংলাকে বিশ্বে পরিচয় করিয়েছেন বঙ্গবন্ধু: মুজিবুল হকবশিরুল ইসলাম:
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, বাংলাকে সারা বিশে^ পরিচয় করিয়েছে বঙ্গবন্ধু। এর আগে বাংলাকে কেউ জানতো না। উর্দুদের চিনতো, ফরাসীদের চিনতো, হিন্দিদের চিনতো বিভিন্ন ভাষাভাষি লোকদের চিনতো কিন্তু বাংলাকে চিনতো না। বাংলাকে বিশে^র দরবরারে পরিচয় করিয়েছে একমাত্র বঙ্গবন্ধু। আর সেই বাংলাদেশে সেই দেশের কিছু বিপথগামীদের হাতে নিহত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
গতকাল রবিবার ১৫ আগস্ট কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ আয়োজিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল সহ সভাপতি মো: গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বক্তব্যে মুজিবুল হক আরো বলেন, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। যারা এ হত্যা কান্ড ঘটিয়েছে তারা খুনি তারা ঘাতক। এই হত্যাকান্ডকে ধামাচাপা দেওয়ার জন্য তখনকার দিনের শাসনামলে একটি কালো আইন প্রণয়ন হয়েছিল একটি ইনডেমনিটি অর্ডিন্যান্স নামে। এই আইনের উদ্দেশ্য ছিল ১৫ আগস্ট রাতে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার করা যাবেনা। এ কি নির্মম ইতিহাস, এ কি অপরাধ, একি বর্বর আইন।  একটি রাষ্ট্রে যখন একটি হত্যাকান্ড ঘটে আদালতে তার বিচার হয় এবং একটি নিঃস্ব পরিবার বিচার পায়। বাঙ্গালীজাতি কতবড় দুর্ভাগ্য। একতো হত্যা করলো আবার আইন করলো এই হত্যার বিচার করা যাবেনা।  ২১টি বছর (১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত) বঙ্গবন্ধুর হত্যার বিচার পায় নাই। মুক্তিযোদ্ধের পক্ষের মানুষ, বাংলাদেশের শান্তিকামী মানুষ বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছে কিন্তু বিচার পায়নি। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এই কালো আইন জাতীয় সংসদে যথাযথ নিয়মে বাতিল হওয়ার মধ্যে দিয়ে আবারো এদেশের মানুষ হত্যাকান্ডের ঘটনায় বিচার চাইতে পারে এবং আদালতে বিচার পায়।
এর আগে দক্ষিণ জেলা আওয়ামীলীগের  কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এসময় আলোচনা সভার শুরুতে দোয়া মুনাজাত করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ও কেন্দ্রী ঈদগাহের পেশ ইমাম মাওলানা ইব্রাহীম ক্বাদেরী। আলোচনা শেষে সকলের মাঝে খাবার বিতরন করা হয়। জেলা আওয়ামীলীগের জাতীয় শোক দিবসের কর্মসূচীতে সহ¯্রাধিক দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।