ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জনকের স্মরণে শ্রদ্ধাবনত কুমিল্লা
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM, Update: 16.08.2021 1:33:16 AM
জনকের স্মরণে শ্রদ্ধাবনত কুমিল্লাতানভীর দিপু:
১৫ আগষ্ট বাঙালি জাতির হৃদয়ে রক্ত ক্ষরণের দিন। বাঙালি অভিভাবক হারানোর দিন। এই দিনই বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতি অশ্রুসিক্ত হওয়ার। উনি শ’ পঁচাত্তরের এই দিনে আগষ্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিলো বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের অশ্রুর প্লাবনে। ইতিহাসের জঘন্যতম সেই কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, ঘাতকদের হাতে প্রান দিতে হয়েছে বঙ্গমাতাসহ ১৬ জন সদস্য ও স্বজনদের। বঙ্গবন্ধুর শাহাদাত বরণের খবরে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া। বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার হিজল তমালের সুশীতল ছায়ায় চির নিদ্রায় শায়িত থাকলেও বাংলাদেশের সার্বভৌমত্ব , বাঙালির মননে-চেতনায় ভালোবাসায় অমর অক্ষয় ও অব্যয় হয়ে আছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর পরলোক গমনের শোকই যেন সোনার বাংলাদেশ গড়ার শক্তি হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করছে। তাই এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে স্মরণে শ্রদ্ধাবনত হয়েছে কুমিল্লার সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনিক, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস কুমিল্লায় পালিত হয়েছে। রবিবার কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদের মো. আবু তাহেরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কুমিল্লার সাধারণ মানুষ।
১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় প্রতিবন্ধিদের মাঝে ৩০ টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এবং কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় হুইল চেয়ার বিতরণ করা হয়। একইসাথে কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের তাৎক্ষণিক নির্দেশনায় আরও ৪০ টি প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়। হুইলচেয়ার ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (গোপনীয়) অতীশ সরকার ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাসহ অন্যান্যরা।জনকের স্মরণে শ্রদ্ধাবনত কুমিল্লাএদিকে কুমিল্লায় জাতীয় শোক দিবসে ৬০ হাজার দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির দিক নিদের্শনায় এ কর্মসূচি পালন করা হয়েছে। নগরীর ২৭ ওয়ার্ড ইউনিয়নের ৮১ টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৫৪ ওয়ার্ডে ১৫ আগস্ট (রবিবার) বাদ জোহর একযোগে এ অসহায় দুস্থদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। প্রত্যেক ওয়ার্ডের কমপক্ষে ৩০০ দুঃস্থ এই খাবার পেয়েছেন।
মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা যায়, খাবারের মেন্যুতে রয়েছে পলাও, মুরগীর রোস্ট ও ডিম। জোহরের নামাজের পর মসজিদ মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে দিবস উপলক্ষে জাতির পিতা সহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার পর খাবারগুলো বিতরণ করা হয়।নগরীর ২৭ ওয়ার্ড ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডের কর্মীরা সুষ্টভাবে খাবার  বিতরণ করে। এদের মধ্যে যারা বাড়ি থেকে বের হতে পারেননি তাদের বাসায় খাবার পৌছে দেওয়া হয়।
এদিকে সন্ধ্যায় কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম বাহাউদ্দিন বাহার। সভায় সভাপতিত্ব করেন মাহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ।
এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে নগরীর রাম ঘাটলা দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক মুজিব এমপি। বক্তব্য রাখেন সাবেক এমপি জোবেদা খাতুন পারুল ও মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর- রহমান মাহমুদ তানিম প্রমুখ।
অপরদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার সভাপতিত্বে নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান। বিশেষ অতিথি ছিলেন,আওয়ামী লীগ নেতা সফিক শিকদার,অ্যাডভোকেট গোলাম ফারুক, অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন ও এফবিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান।
এছাড়া মহানগর আওয়ামীলীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক নুর উর রহমান তানিমের উদ্যোগে নগরীর ২৭টি ওয়ার্ডে বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।