ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছেন এক ক্রেতা। ৩৭ জন ক্রেতার পক্ষে তিনি মামলাটি দায়ের করেন। তারা প্রত্যেকেই ই-অরেঞ্জে পণ্য কেনার জন্য অগ্রিম টাকা দিয়েছিলেন, তবে কেউই পণ্য পাননি।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু তাহের নামে এক ভুক্তভোগী ব্যক্তি সোমবার (১৬ আগস্ট) রাতে ই-অরেঞ্জের নামে মামলা করেছেন। মামলায় ই-অরেঞ্জ প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকসহ পাঁচ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন— ই-অরেঞ্জের মালিক মাকসুদুর রহমান, তার স্ত্রী সোনিয়া মেহজাবিন আমানুল্লাহ, বিথি আক্তার, কাওসারসহ আরও একজন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত এপ্রিল মাসে আবু তাহের ই-অরেঞ্জে বিভিন্ন পণ্য অর্ডার করে অগ্রিম টাকা পরিশোধ করেন। কিন্তু আজ পর্যন্ত তারা কোনও পণ্য পাননি। প্রায় একলাখ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের পণ্য দেয়নি এই প্রতিষ্ঠানটি। ই-অরেঞ্জ ১১শ’ কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করা হয়।