ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু
Published : Thursday, 19 August, 2021 at 12:25 PM
রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যুরাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে আরও ৯ জন মারা গেছেন। এদের মধ্যে পাবনার পাঁচ জন, রাজশাহীর দুই, নাটোর ও নওগাঁর একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ, তিন জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা উত্তর জটিলতায় মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচ জন পুরুষ ও চার জন নারী। এদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে এক জন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন রোগী রয়েছেন।

শামীম ইয়াজদানী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৫৪ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

রামেক পরিচালক শামীম ইয়াজদানী জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৪০ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়ে পরবর্তী নানা শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৪০ জন।

শামীম ইয়াজদানী আরও বলেন, বুধবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে এক দশমিক ৪২ শতাংশ কমে সংক্রমণের হার ১৫ দশমিক শূন্য ৩ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের দিন মঙ্গলবার ছিল ১৬ দশমিক ৪৫ শতাংশ। এর আগে গত সোমবার এ জেলায় সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ২৭ শতাংশ।