তালেবান ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দর ও আশপাশে প্রাণ হারিয়েছেন ১২ জন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা গুলিতে অথবা পদদলিত হয়ে মারা গেছেন।
গত রবিবার থেকে দেশ ছেড়ে পালানোর জন্য কাবুল বিমানবন্দরে জনসমুদ্রে পরিণত হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিমানবন্দর। একপর্যায়ে গুলি ছোড়ে মার্কিন সেনারা। সেদিনই পাঁচজন প্রাণ হারান। তবে মার্কিন সেনাদের গুলিতে প্রাণ হারানোর কথা অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র।
ন্যাটো জানিয়েছে, গত চার দিনে দেশ ছাড়তে গিয়ে এ পর্যন্ত ১২ জন আফগান নিহত হয়েছেন।
এ নিয়ে বৃহস্পতিবার তালেবান জানিয়েছে, নিহতরা গুলিতে কিংবা পদদলিত হয়েই মারা গেছেন। সাধারণ মানুষদের ঘরে ফিরে যেতে আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। নাম প্রকাশে এক অনিচ্ছুক তালেবান কর্মকর্তা বলেন, 'আমরা কেউকে বিমানবন্দরে আঘাত করতে চাই না'।
কাবুল বিমানবন্দর হয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৮ হাজার মানুষ দেশ ত্যাগ করেছে। তবে তালেবানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আফগানিস্তান ছাড়তে বাধা দিচ্ছে গোষ্ঠীটি। কেউকে গুলিও করছে তারা।