ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘অবিশ্বাস্য কাজ করেছেন অস্ট্রেলিয়া দলের কোচ’
Published : Thursday, 19 August, 2021 at 2:47 PM
‘অবিশ্বাস্য কাজ করেছেন অস্ট্রেলিয়া দলের কোচ’বাংলাদেশ দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে গো-হারা হেরেছে অস্ট্রেলিয়া। এতে তোপের মুখে পড়েছেন অস্ট্রেলীয় দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার।

ল্যাঙ্গারের অধীনে টিম অস্ট্রেলিয়ার সময়টা ভালো যাচ্ছে না।

বাংলাদেশ সিরিজসহ চলতি বছরেই পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছেন অসিরা।

শুধু টি-টোয়েন্টিতেই নয়, টেস্ট ও ওয়ানডেতেও দলটি খুব একটা ফর্মে নেই।

বছরের শুরুতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ হেরেছেন অসিরা।

সব মিলিয়ে কোচ হিসেবে ল্যাঙ্গার যোগ্যতা রাখেন কিনা, বারবার সেই প্রশ্ন উঠেছে অস্ট্রেলীয় গণমাধ্যমে।

কিন্তু ল্যাঙ্গার বিষয়ে নেতিবাচক কোনো মন্তব্য শুনতে রাজি নন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি। উল্টো মতই দিলেন তিনি। বললেন, দায়িত্ব পাওয়ার পর অবিশ্বাস্য কাজ করেছেন ল্যাঙ্গার।

এক বিবৃতিতে বুধবার এভাবেই ল্যাঙ্গারকে প্রশংসায় ভাসিয়েছেন হকলি।

তার মতে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজে ল্যাঙ্গারের কোচিংয়েই ভালো খেলবে টিম অস্ট্রেলিয়া।

নিক হকলি বলেন,  ‘২০১৮ সালে জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়ান পুরুষ দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সংস্কৃতি, মূল্যবোধ এবং আচরণের উন্নতিতে অবিশ্বাস্য কাজ করেছেন। তার প্রয়াসে জাতীয় দলের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। মহামারির ১৮ মাস দলকে অনেক ভুগতে হয়েছে এবং দল গঠন চ্যালেঞ্জিং ছিল। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেয়েছেন ল্যাঙ্গার। সামনের গ্রীষ্ম সফল নিশ্চিত করতে ল্যাঙ্গার, তার কোচিং স্টাফ এবং দলের খেলোয়াড়দের সবার সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী আরও বলেন,  ‘জাস্টিন ল্যাঙ্গার আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ আছেন। এখন আমাদের মনোযোগ সফল একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের দিকে। এর পর আছে ঘরের মাঠে অ্যাশেজ ধরে রাখার লড়াই।’