ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন সাকিব
Published : Thursday, 19 August, 2021 at 4:15 PM
দুই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন সাকিবএখনও পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেনি বাংলাদেশ। তবে পরবর্তী তিনটি বিশ্বকাপের দুটিতে বাংলাদেশ দল সেমিতে খেলবে বলে আশাবাদী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর প্রধান কারণ হিসেবে তিনি বলছেন, ওই দুটি বিশ্বকাপ এশিয়ার মাটিতে হবে। যার কন্ডিশন, উইকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে বাংলাদেশ দলের। আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গেও বেশ পরিচিত টাইগাররা।

দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার কাছে মনে হয়— এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি। তবে এমন না যে ২০২২-এর বিশ্বকাপে সুযোগ নেই। তবে ওয়ানডে বিশ্বকাপকেই এগিয়ে রাখব। কারণ ২০২২ সালে অস্ট্রেলিয়াতে খেলা হওয়ায় আমাদের জন্য একটু কঠিন হওয়া স্বাভাবিক। সে তুলনায় আরব আমিরাত ও ভারত আমাদের পরিচিত জায়গা। সুতরাং আমাদের জন্য ভালো করার সুযোগ এ দুই বিশ্বকাপে বেশি। এক কথায় আর সব দলের চাইতে সুযোগটা একটু বেশিই থাকবে।’  

সুযোগটা কেমন কাজে লাগাতে পারে বাংলাদেশ? সাকিবের জবাব,  ‘আমাদের ক্রিকেটাররা দারুণ ছন্দে আছে এখন। এটা ধরে রাখলে ভালো ক্রিকেট খেলা যাবে। আর তাতে সেরা চারে যাওয়া অসম্ভব হবে না। আমরা তো এখন পরিণত দল। ক্লিক করলে আরও বেশি কিছুর চিন্তা করা যেতে পারে।’