তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুখপাত্র বুজতে পারেননি তিনি ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন।
মঙ্গলবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান শাহীনের সাক্ষাৎকার প্রচার করে। তালেবানের মতো কট্টর ইসলামপন্থী একটি গোষ্ঠী ইসরায়েলি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কথা ছড়িয়ে পড়লে অনেকেই অবাক হন।
সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টার পর টুইটারে সুহাইল শাহীন জানিয়েছেন, সাংবাদিক রই কাইস তাকে বলেননি যে তিনি ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন।
মুখপাত্র লিখেছেন, আমি প্রতিদিন সাংবাদিকদের অনেক সাক্ষাৎকার দেই। অনেক সাংবাদিক হয়ত নিজেদের প্রাতিষ্ঠানিক পরিচয় গোপন করে থাকতে পারেন। কিন্তু আমি ইসরায়েলি সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়া কারও সঙ্গে কথা বলিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহীন বলেছেন, আফগানিস্তানের অমুসলিম জনগণের সুরক্ষা নিশ্চিত করবে তালেবান এবং ফিলিস্তিনের হামাসের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। সূত্র: স্পুটনিক নিউজ