ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে নিজের টাকায় রাস্তা সংস্কার করে দিলেন সৌদি প্রবাসী ফারুক হোসেন
Published : Friday, 20 August, 2021 at 12:00 AM, Update: 20.08.2021 1:15:05 AM
লালমাইয়ে নিজের টাকায় রাস্তা সংস্কার করে দিলেন সৌদি প্রবাসী ফারুক হোসেন প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের গ্রামীণ সড়কের বেশ কিছু এলাকা ভাঙাচোরা, খানাখন্দে ভরা; চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে রাস্তাগুলো আরো খারাপ হলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে। এলাকার মানুষের দুর্ভোগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে রাস্তাগুলো সংস্কারের জন্য এগিয়ে এলেন মোহনপুর গ্রামের হাজী মোহাম্মদ আলীর ছেলে সৌদি প্রবাসী ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন । গত এক সপ্তাহ ধরে রাস্তাগুলো সংস্কার করে তিনি কোনোরকম চলাচলের উপযোগী করেছেন।
এলাকাবাসি জানান, দীর্ঘদিন যাবৎ রাস্তাগুলো ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি। চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে খানাখন্দে গর্তেভরা সড়কে পানি জমে খারাপ অবস্থা হয়। যানবাহন দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। আহত হয়েছেন অনেকেই। লোকমুখে শুনে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখে চুপ থাকেননি সৌদি প্রবাসী ফারুক হোসেন । তিনি এলাকার মানুষের দুর্দশা লাঘবের জন্য রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেন। তিনি নিজ অর্থায়নে সড়কগুলো সংস্কার করে দিচ্ছেন।
সংস্কার কৃত রাস্তাগুলো মোহনপুর, হাজীপুর, আলোকদিয়া, নুরপুর, জয়শ্রী, ভাবকপাড়া, কাপাসতলা, মধুশ্চর ও রসুলপুর গ্রামের।
নুরপুর গ্রামের মোঃ মাইন উদ্দিন জানান, বর্ষার কারণে  রাস্তার খবর জানতে পেরে আমাদের এলাকার ছেলে সৌদি প্রবাসী ফারুক হোসেন আমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। তিনি বলেন, সড়কগুলো সংস্কারের টাকা আমি দেব, আপনারা সংস্কারের ব্যবস্থা করেন। তার অর্থায়নে আমরা ইট, খোয়া এনে সড়কগুলো মেরামতের কাজ শুরু করেছি। তিনি আরো জানান, প্রবাসী ফারুক এলাকার দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, দরিদ্র অসহায় মানুষদের চিকিৎসা সহায়তা করেন। এ ছাড়া করোনা পরিস্থিতিতে তিনি এলাকার দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।
মোঃ ফারুক হোসেন মোবাইল ফোনে বলেন, আমি সব সময় অসহায়-দরিদ্র মানুষকে সাধ্যমতো সহযোগিতা কারে থাকি। আমি আমার আয়ের একটি অংশ এলাকার গরিব-দুঃখী মানুষের মাঝে ব্যয় করি। এলাকার অনেকেই চলাচলের অযোগ্য রাস্তাগুলো সংস্কার করে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করে। রাস্তাগুলোর বেহাল ও মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমি রাস্তাগুলো সংস্কার করার উদ্যোগ নিয়েছি। আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।