আফগান শরণার্থীদের আশ্রয় দিতে একমত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্পেনের দুটি মার্কিনঘাঁটিতে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন দুই নেতা। খবর আরব নিউজের।
স্পেন রোববার এ কথা জানিয়েছে। শরিবার রাতে বাইডেনের সঙ্গে পেদ্রো সানচেজের ২৫ মিনিটের ফোনালাপ হয়।
এ সময় আফগান শরণার্থীদের সেভিলে প্রদেশের মোরোন ডি লা ফ্রন্টেরা এবং কেডিস প্রদেশের রোটা সামরিকঘাঁটিতে আশ্রয় দেওয়ার বিষয়ে একমত হন দুই রাষ্ট্রপ্রধান।
যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সহায়তা করেছে, তাদের এখানে আশ্রয় দেওয়া হবে।
শনিবার রাতে স্পেনের মাদ্রিদে ইউরোপিয়ান ইউনিয়নের একটি সামরিকঘাঁটিতে ১১০ জন আফগান শরণার্থী নিয়ে আসে একটি মার্কিন বিমান।
এদের মধ্যে ৩৬ জন আফগানিস্তানে মার্কিন প্রশাসনের হয়ে কাজ করতেন। পরিবারসহ তাদেরকে স্পেনে পুনর্বাসনের জন্য নিয়ে আসে যুক্তরাষ্ট্র।
তাদেরকে পরে ইউরোপের বিভিন্ন দেশে পুনর্বাসন করা হবে বলে জানান জো বাইডেন।