ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
Published : Monday, 23 August, 2021 at 7:11 PM
ভারী বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেতমৌসুমি বায়ুর প্রভাবে আকাশে সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এ কারণে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ঢাকার কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে সঙ্গে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে নদী অববাহিকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। নদীবন্দরে  ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী কয়েকদিন থেমে থেমে বিভিন্ন অঞ্চলে এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু  বাংলাদেশের উত্তরাঞ্চলে মোটামুটি সক্রিয় এবং দেশের অন্য এলাকায় কম সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা , রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে  ৫১ মিলিমিটার। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ময়মনসিংহে ১, চট্টগ্রামে ১১, রংপুরে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রাজশাহীতে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর,  রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট,  পাবনা, বগুড়া, টাঙ্গাইল,  ঢাকা, ফরিদপুর, যশোর,  কুষ্টিয়া, খুলনা,  বরিশাল, পটুয়াখালী,  নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিকে পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।