কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে সরকার গঠন শুরু করেছে তালেবান। মঙ্গলবার নতুন সরকারের অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। এছাড়া একজন গোয়েন্দা প্রধানও নিয়োগ দেওয়া হয়েছে।
আফগান বার্তা সংস্থা ফাজোকের খবরে বলা হয়েছে আফগানিস্তানের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন গুল আগা। আর স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ছদর ইব্রাহিম। এছাড়া গোয়েন্দা প্রধান হতে যাচ্ছেন নজিবুল্লাহ।
একই দিন কাবুলের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোল্লা শিরিন এবং রাজধানীর মেয়র হতে যাচ্ছেন হামদুল্লাহ নোমানি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব নিয়োগ হবে ভারপ্রাপ্ত হিসেবে। ভবিষ্যত সরকার কেমন হতে যাচ্ছে তা এই মুহূর্তে ধারণা করা কঠিন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমটির প্রতিবেদক।