ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইলিশ রপ্তানি করার পক্ষে নই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
Published : Wednesday, 25 August, 2021 at 12:00 AM
ব্যাপক আকারে ইলিশ রপ্তানি করা হলে দেশের মানুষ ইলিশ খাওয়ার সুযোগটা অনিশ্চিত হতে পারে। সেজন্য ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানি করার পক্ষে নন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইলিশ রপ্তানির বিষয়ে এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি ইলিশ বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ। এই ইলিশ একেবারে প্রান্ত থেকে নগর পর্যন্ত সকলে খাওয়ার সুযোগ পাওয়া উচিত। বিদেশে ইলিশ রপ্তানি করে বিশাল কোন অর্থনৈতিক অর্জন হওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নেই।  
তিনি বলেন, অনেক সময় হয়তো সৌজন্যতার খাতিরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কাঠামোতে ইলিশ পাঠানো হয়। কিন্তু বাণিজ্যিকভাবে এখন ব্যাপক আকারে ইলিশ রপ্তানি করা হলে এদেশের মানুষ এই যে সুস্বাদু টেস্টি ইলিশ খাওয়ার সুযোগটা অনিশ্চিত হতে পারে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানি করার পক্ষে নই।
শ ম রেজাউল করিম বলেন, উৎপাদন যেটা হচ্ছে আরো ৫ বছর যদি আমরা এই ধারাকে অব্যাহত রাখতে পারি, তাহলে পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণতা আসবে। এখনো অনেক গ্রাম রয়েছে, প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে ইলিশ যায় না। আমি চাই ইলিশ তো সব সিজনে আসে না, যে সিজনে আসবে বাংলাদেশের সবার যেন ইলিশের স্বাদ নিতে পারে। তারপর রপ্তানির কথা ভাবাটা সঠিক হবে বলে আমার মনে হয়।