ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগানিস্তান ইস্যুতে ফোনালাপ তুর্কি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
Published : Wednesday, 25 August, 2021 at 2:56 PM
আফগানিস্তান ইস্যুতে ফোনালাপ তুর্কি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরআফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুসোগ্লু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

বুধবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আফগানিস্তানে অব্যাহত দ্বিপাক্ষিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে ক্যাভুসোগ্লু ও ব্লিংকেন আলোচনা করেছেন। মার্কিন ও পশ্চিমা নাগরিক, সহযোগী আর বন্ধুদের আফগানিস্তান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যাপারে দ্বিপাক্ষিক প্রচেষ্টার বিষয়েও আলোচনা করা হয়।
এদিকে, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আমেরিকার নাগরিকদের দেশে ফেরানোর কাজ শেষ না হলে প্রয়োজনীয় ‘বিকল্প রাস্তা’ও খোলা রাখার কথা বলেছেন বাইডেন। 

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির ক্ষমতা দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।