Published : Thursday, 26 August, 2021 at 12:00 AM, Update: 26.08.2021 1:17:17 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার হোমনায় দেশীয় মাছের বংশবৃদ্ধি ব্যাহত করে মুক্ত জলাশয়ে পোনা মাছ ধরার অপরাধে সাতটি অবৈধ ম্যাজিক জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলার চান্দেরচর ইউনিয়নের বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রতিটি পঞ্চাশ ফুট দৈর্ঘ্যরে সাতটি ম্যাজিক জাল জব্দ করে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর মিয়া ও পুলিশের ফোর্সসহ উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম সঙ্গে ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মো. মিজানুর রহমান বলেন, সরকারী নিষেধাজ্ঞা অম্যান্য করে উম্মুক্ত জলাশয়ে মাছ ধরার অপরাধে ৭ টি অবৈধ ম্যাজিক জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।