ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে আড়াই মণ গাঁজাসহ ২ জন গ্রেফতার
Published : Thursday, 26 August, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি রাশ প্রাইভেট গাড়ী (ঢাকা মেট্রো ঘ-১৫-২৮১৩) থেকে আড়াই মন গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর ৬ টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার এর নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, এসআই হারিসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করেন। জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পুরাতন চোয়ারা গ্রামের এখলাস মিয়ার ছেলে নুরে আলম (২৫) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সুস্বাদ গ্রামের আবু হাশেমের ছেলে নুর হোসেন (২৪)। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা বলেন, কুমিল্লা পুলিশ সুপার স্যারের কঠোর নির্দেশ মাদক ও মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় দেওয়া হবে না। এই মাদক ব্যবসায়ীরা দেশের নিকৃষ্ঠ শত্রু। এরা যুব সমাজকে ধংস করার মাধ্যমে বাংলাদেশকে দূর্বল করে দিতে চায়। বাংলাদেশ পুলিশ তা কখনো হতে দিবে না। এই বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত মূল হোতাদেরও ধরা হবে এবং আইনের আশ্রয়ে নিয়ে আসা হবে। পাশাপাশি আমাদের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।