ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে ইউএনও’র বিদায় সংবর্ধনা
Published : Friday, 27 August, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লা লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেবকে উচ্চ শিক্ষা লাভে যুক্তরাজ্যে গমণার্থে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস ও অফিসার্স ক্লাব এর উদ্যোগে আলাদা আলাদা ইউএনও কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ কবীর খাঁন, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, পল্লী বিদ্যুৎ বাগমারার ডিজিএম সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা মহিউদ্দিন আহাম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনালি ব্যাংক লালমাই শাখার ম্যানেজার ছোটন দাস, উপজেলা উপ- সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথি ইউএনও অজিত দেবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ২০ মে ২০২১ লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অজিত দেব যোগদান করেন। তিনি লালমাইয়ের ইউএনও হিসেবে করোনা কালীন সময়ে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে স্বল্প সময়ে অনেক সুনাম অর্জন করেন।



বরুড়া সাহসের শহীদ মিনার পরিদর্শন
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়া উপজেলা ঝলম ইউনিয়ন সিংগুর গ্রামের সাহস ইন্টেলেক্ট ডেভেলপমেন্ট স্কুল এর শহীদ মিনার পরিদর্শন করলেন কুমিল্লা জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী এস.এম.হেদায়েত, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, ঠিকাদার আজহারুল ইসলাম রুমি। ২৬ আগস্ট দুপরে শহীদ মিনার পরিদর্শন করেন।
পরিদর্শকবৃন্দ সাহস এর এই নান্দনিক শহীদ মিনার দেখে মুগ্ধ হন এবং বলেন সাহস স্কুলের যেমন সুন্দর পরিবেশ তেমনি শহীদ মিনার স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই শহীদ মিনার দেখে শিশুরা ভাষা আন্দোলন এর  ইতিহাস জানতে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে তেমনি এই বেদীতে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে।
সাহস এর পক্ষ থেকে আগত পরিদর্শকবৃন্দকে ধন্যবাদ জানানো হয়। এ ছাড়াও শহীদ মিনার নির্মাণ এ সহায়তা প্রদান করার জন্য  কুমিল্লা জেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা। সাহস প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠা করেন সাদা মনের মানুষ মোঃ নাজমুল হুদা রতন।