ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেনমোহর আড়াই লাখ, ৩ লাখ টাকা চেয়ে কারাগারে স্ত্রী
Published : Friday, 27 August, 2021 at 12:00 AM
স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ আগস্ট) চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতের (মতলব উত্তর ) বিচারক মো. কফিল উদ্দিন এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামের দুলাল মিজির কন্যা মনি আক্তার মিতুর সঙ্গে একই উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামের সিরাজ বাগের ছেলে নুর মোহাম্মদের আড়াই লাখ টাকা দেনমোহরে দুই বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকে বিভিন্ন মাধ্যমে স্ত্রী ও তার পরিবার নুর মোহাম্মদের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। ফলে ভুক্তভোগী স্বামী বাদী হয়ে গত ১৫ জুলাই চাঁদপুরে আমলি আদালতে স্ত্রী মনি আক্তার মিতু (২১), মেহেদী হাসান (২৬) ও দুলাল মিজির (৪৮) বিরুদ্ধে এজাহার দাখিল করে। পরে বিচারক মামলাটি আমলে নিয়ে আসামি মনি আক্তার মিতুসহ সবার বিরুদ্ধে সমন দেন।
মনি আক্তার মিতু বৃহস্পতিবার (২৬ আগস্ট) আদালতে জামিন নিতে গেলে আদালত তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি দুই মেহেদী হাসান ও দুলাল মিজিকে জামিন দেন।