ব্রাহ্মণপাড়ায় মানুষের মাস্ক পড়তে অনীহা স্বাস্থ্যবিধি উপেক্ষা
Published : Friday, 27 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে চলমান লকডাউন শেষে সকাল ও বিকেলে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক জনসামগম। তবে দুপুরে তা কমে যায়। সংখ্যায় কম হলেও রাস্তার পাশে কিছু দোকানিকে সবজি ও ফল নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। স্বল্পসংখ্যক বিক্রেতা যারা আছেন, তাদের অধিকাংশের মুখে মাস্ক নেই। ক্রেতাদের অনেকের দশাও একই। যারা মাস্ক পরেছেন, তাদের অধিকাংশই আবার সঠিকভাবে মাস্ক পরেননি। কেউ থুতনির নিচে কেউ কানের কাছে কেউবা নাকের নিচে মাস্ক নামিয়ে রেখেছেন। ফলে ক্রেতা-বিক্রেতা কেউ করোনা সংক্রমণের ঝুঁকিমুক্ত নন। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি থেকে রক্ষা পেতে রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার ঘরের বাইরে শতভাগ মানুষকে সঠিকভাবে মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। কিন্তু তাদের পরামর্শ কানে তুলছেন না অনেকেই।
শতভাগ তো দূরের কথা ৫০ শতাংশ মানুষও সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না। সামাজিক দূরত্ব মেনে চলার যে পরামর্শ দেয়া হয়েছে, তাও উপেক্ষিত।
চলমান কঠোর লকডাউন শেষে এখন জীবন স্বাভাবিক থাকলেও মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃমহিউদ্দিন মুবিন বলেছেন, যদি এখনো মানুষ সঠিকভাবে বাড়ির বাহিরে বের হলে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানে তাহলে আরো কঠিন সময় আসতে পারে। কেননা করোনা ভাইরাস সহসাই যাচ্ছে না তবে এর থেকে প্রতিকার পাবার একটাই সুযোগ সেটা হলো মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা।