ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনায় ডিজে পার্টির আয়োজকের অর্থদন্ড
Published : Friday, 27 August, 2021 at 12:00 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ।।
কুমিল্লার হোমনায় ডিজে পার্টির উৎপাতে অতিষ্ট মানুষ। স্থল ও নৌ পথে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে এদের উদ্দাম আনন্দে রাত-দিন দুর্বিষত করে তুলেছিল মানুষের জীবন। বুধবার সন্ধ্যায় ডিজে পার্টির এদেরই এক আয়োজককে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চান্দেরচর ইউনিয়নের নাগেরচরের তিতাস নদীতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে গণ উপদ্রব সৃষ্টি করায় ভাষানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জসীম মেম্বারের ছেলে আবদুল্লাহকে (২৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে এই দ- দেন।
স্থানীয়রা জানায়, আবদুল্লাহ এলাকায় একজন বখাটে প্রকৃতির ছেলে। তার আচরণে এলাকার মানুষও অতিষ্ট। তার শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে বলেন,  বিকাল পাঁচটায় চান্দেরচর ইউনিয়নের নাগেরচরের তিতাস নদীতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে গণ উপদ্রব সৃষ্টি করায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে আয়োজক আবদুল্লাহকে  দশ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে।