জুভেন্টাসকে বিদায় বলেছেন রোনালদো!
Published : Saturday, 28 August, 2021 at 12:00 AM
রোনালদোর
দল-বদলের গুঞ্জন নিয়ে ইউরোপের ফুটবল মুখরিত অনেক দিন। দল-বদলের ডেড লাইন
ঘনিয়ে আসতে আসতেই জানা গেলো, জুভেন্টাস ছেড়ে-ই দিচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড!
শুক্রবার এমন তথ্য দিয়েছেন, ইতালিয়ান জায়ান্টটির কোচ ম্যাসিমিলিয়ানো
অ্যালেগ্রি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। রোনালদো শুক্রবার অনুশীলন
গ্রাউন্ডে এসে সতীর্থদের বিদায়ও বলে গেছেন। পাশাপাশি লকার রুম থেকে সব কিছু
গুটিয়ে নিয়েছেন দেড় ঘণ্টার মিশনে!
সংবাদ মাধ্যমকে অ্যালেগ্রি বলেছেন,
‘গতকাল রোনালদোর সঙ্গে কথা হয়েছে। সে বলেছে জুভেন্টাসে আর থাকতে চায় না। এই
কারণে কালকের ম্যাচে ওকে রাখা হচ্ছে না। আজ সকালে রোনালদো অনুশীলনও
করেনি।’
দল-বদলের শেষ মুহূর্তের নাটকীয়তায় সব আলোচনাই এখন রোনালদো আর
এমবাপ্পেকে ঘিরে। রোনালদোর পরবর্তী ঠিকানা বলা হচ্ছে ম্যানচেস্টার সিটি।
বুধবার জুভেন্টাসও বলেছে, তারা রোনালদোকে চলমান বাজারেই বেচে দিতে চায়।
কিন্তু সেটি তখনই সম্ভব, যদি আগ্রহী কাবগুলো শর্তপূরণ করতে পারে। বেশ কিছু
ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে
যোগাযোগ করেছে ম্যানচেস্টার সিটি। সেখানে নাকি সমঝোতাতেও পৌঁছেছে দুই প!
এদিকে
রোনালদোর এমন সিদ্ধান্তে মোটেও হতাশ হননি জুভেন্টাস কোচ অ্যালেগ্রি। তিনি
বলেছেন, ‘আমি কোনওভাবেই হতাশ নই। কারণ এটা রোনালদোরই সিদ্ধান্ত। তিন বছর সে
এখানে ছিল, দলে ভূমিকাও রেখেছে। পরিবর্তন আসবেই, এটাই জীবনের নিয়ম। কিন্তু
জুভেন্টাস টিকে থাকবে।’