ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সড়ক দুঘটনায় নিহত দুই নারী, শিশুসহ আহত ৩
মায়ের লাশ মর্গে, হাসপাতালে কাতরাচ্ছে শিশু
Published : Friday, 27 August, 2021 at 12:00 AM, Update: 27.08.2021 1:13:55 AM

মায়ের লাশ মর্গে, হাসপাতালে কাতরাচ্ছে শিশুতানভীর দিপু: আরিয়ানের জুতা বুুকে নিয়ে বিলাপ করতে করতে পুরো হাসপাতালে ছোটাছুটি করছেন নানী পেয়ারা বেগম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ থেকে শুরু করে শিশু ওয়ার্ড, লাশঘর কোথাও পাওয়া যাচ্ছেনা সাড়ে ৩ বছরের শিশু আরিয়ানকে। হাসপাতালের ষ্টাফ-আত্মীয় স্বজন কারোরই জানা নেই সে কোথায়। প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজির পর এক নার্স জানালেন- সদর দক্ষিণের গোয়ালমথন থেকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আসা এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। এদিকে তার মেয়ে আরিয়ানের মা মমতা বেঁচে আছেন কি না- তাও জানতে চাচ্ছেন আশেপাশের মানুষের কাছে। হন্তদন্ত হয়ে ভিড় দেখে গেলেন জরুরী বিভাগ থেকে ১০০ মিটার দূরে হাসপাতালের মর্গে। অন্য স্বজনদের কাছে জানলেন, তার মেয়ে সাবরিনা আক্তার মমতা আর বেঁচে নেই। গতকাল বৃহস্পতিবার সকালে সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন রাস্তার মাথায় ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণহারিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার সাহাপুরের বাসিন্দা মমতা আক্তার (২২) এবং দক্ষিণ উপজেলার কমলপুর গ্রামের তাসলিমা আক্তার (২২)। গুরুতর আহত হয় শিশুসহ ৩ জন।
পেয়ারা বেগম জানান, মমতার স্বামী ও আরিয়ানের বাবা শাহিনুর ইসলাম কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। লকডাউনের সময় নগরীর রেইসকোর্স এলাকার বাসা থেকে পরিবারের অন্য সদস্যদের গ্রামে বাড়ি পাঠায় শাহিনুর ইসলাম। গতকাল সকালেই তারা আবার ওই বাসায় ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবারসকাল ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন এলাকায় কুমিল্লা শহরমূখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ নারী মারা যায়। আহতদের মধ্যে লাইজু আক্তার(৩৫), শিশু আরিয়ান ও বাচ্চুমিয়া (৪০) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত আরিয়ানকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান,  ট্রাকটিকে জব্দ করা হয়েছে, চালক পালিয়েছে। মরদেহগুলো কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।