Published : Friday, 27 August, 2021 at 12:00 AM, Update: 27.08.2021 1:12:39 AM
তানভীর
দিপু: এক সাথে বিপুল পরিমান কারখানা শ্রমিকদের সহজে টিকা প্রদান এবং
কর্মঘন্টা যাতে অপচয় না হয় সেজন্য কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন
কারখানায় গিয়ে করোনার টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। ২৫ বছরের বেশি
বয়সের শ্রমিক ও কারখারনা সংশ্লিষ্টরা পাচ্ছেন এই টিকা। স্বাস্থ্যবিভাগহ
বলছে, শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষার কথা বিবেচনা করে কর্মস্থলে গিয়ে এ
টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টিকার মজুদ সাপেক্ষে এ কার্যক্রম
চলমান থাকবে।
বৃহস্পতিবার কুমিল্লার জেলা সিভিল সার্জন কার্যালয়ের
সহযোগিতায় বিসিকের শ্রমিকদের মাঝে করোনা টিকা প্রদান করা হয়। এর আগে
আলেখারচর মহাসড়ক এলাকায় কোকাকোলা কম্পানির শ্রমিকদের টিকাদান করা হয়।
কুমিল্লা ইপিজেড শ্রমিকদের মাঝে টিকাদানের মাধ্যমে শিল্পকারখানায় গিয়ে
টিকাদান কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ।
বিসিকের ফরিদ গ্রুপ
লিমিটেড কার্যালয়ে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন
কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার
প্রতিনিধি ডা. মুকিত আহম্মেদসহ আরো অনেকে। টিকাদান কর্মসূচীতে ফরিদ গ্রুপ
লিমিটেড এর সাড়ে ৫ শত শ্রমিককে টিকাদান করা হয়।
ফরিদ গ্রুপ লিমিটেড
পরিচালক ইউসুফ লিটন বলেন, আমাদের প্রতিষ্ঠানে সাড়ে তিন হাজার শ্রমিক রয়েছে।
এর মধ্যে ৫৮০ জন শ্রমিককে টিকাদান করা হয়েছে। বাকি শ্রমিকরা বয়স সীমার
কারনে টিকা নিতে পারছেন না।