দেবিদ্বারে ৪০ বিধবা নারীকে খাদ্য সামগ্রী বিতরণ
Published : Saturday, 28 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে নিউইয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে ৪০ বিধবা নারীকে এক মাসের করে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে দেবিদ্বার পোস্ট অফিস সংলগ্নে ‘পাশে আছি কোভিট-১৯’ সেবা কন্ট্রোল রুমে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মোসা. রাশেদা আক্তার। কন্ট্রোল রুমের ইনচার্জ মোসা. শাহিনুর লিপির সভাপতিত্বে বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. লুৎফুর রহমান বাবুল, গুনাইঘর উত্তর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানর রাসেল, ইউসুফপুর ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.হাফিজুর রহমান, ফতেহাবাদ ইউপি যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন টিটু, হুরবানু বাসার প্রমুখ।
শ্রমিকলীগ নেতা মো. কাউছার হায়দারের পরিচালনায় এসময় প্রত্যেক বিধবা নারীকে ২৫কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি পেয়াজ, ২ কেজি সুয়াবিন তেল, ৫ কেজি আলু দেয়া হয়। এসব খাদ্য সামগ্রী বাড়িতে নেওয়ার জন্য সবাইকে ২০০ টাকা করে নগদ দেয়া হয়েছে ।
ধামতীর বিধবা হুনুফা বেগম, ইনতেজা বেগম, সুলতানপুর এলাকার আছিয়া খাতুন, শালঘরের শিবু রানী দাস বলেন, ডা. ফেরদৌস খন্দকার আমাদেরকে এক মাসের খাদ্য সামগ্রী দিয়েছেন। আমরা অনেক খুশি হয়েছি। আমাদের পাশে এভাবে এর আগে কেউ দাঁড়ায়নি। তারা আরও বলেন, মানুষ মানুষের বিপদে এভাবে এগিয়ে আসে এর নজির পৃথিবীতে খুবই বিরল, আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। এসময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী মোসা. আয়শা আলী মুক্তা, শারমিন আক্তার, নুরুন্নাহার, রীমা, মিতা চৌধুরী, সুফিয়া, মনির হোসেন, সাইফুল ইসলামসহ আরও অনেকে। প্রসঙ্গত, আগেও ডা. ফেরদৌস খন্দকার ১২টি ইউনিয়নের প্রায় ১৫০জন বিধবা ও বিপদগ্রস্থ নারীকে এক মাসের করে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন।