২০২২ সালে প্রযুক্তির যেসব বড় উদ্ভাবন আসতে পারে
Published : Saturday, 28 August, 2021 at 12:00 AM
ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। কম্পিউটার ইন্ডাস্ট্রি তথা প্রযুক্তি নিয়ে ভবিষ্যদ্বাণী করা আরও কঠিন। কারণ, এই শিল্পে খুব অল্প সময়ে নাটকীয় পরিবর্তন ঘটে এবং উদ্ভাবনের ক্ষেত্রে চ্যালেঞ্জও অনেক বেশি। এছাড়া উদ্ভাবিত অনেক প্রযুক্তি সঠিকভাবে প্রয়োগ করা যায় না কিংবা ব্যয়ের তুলনায় কার্যকরীও হয় না। কিছু উদ্ভাবন চলে আসে নির্ধারিত সময়ের আগেই।
এমন অসংখ্য উৎকৃষ্টমানের প্রযুক্তি আছে যেগুলো কখনোই গ্রহণ করা হয়নি। কারণ, তখন হয়তো একই ধরনের অন্য কোনও প্রযুক্তি এসেছে বা তার চেয়েও ভালো কোনও প্রযুক্তি বাজার দখল করেছে। এ কারণে প্রযুক্তি প্রকৃত পক্ষে কোথায় যাচ্ছে সেই বিষয়টি বোঝার চেষ্টা করা হয়েছে এই লেখায়।
আই ট্রিপল-ই কম্পিউটার সোসাইটির ৯ জন টেকনিক্যাল লিডার ‘আই ট্রিপল-ই সিএস ২০২০’ নামের একটি প্রতিবেদন তৈরি করেছে। ২০২২ সালের মধ্যে কম্পিউটার শিল্প খাতকে পরিবর্তন করতে পারে এমন ২৩টি সম্ভাবনাময় প্রযুক্তিকে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এখানে মূলত থ্রিডি প্রিন্টিং, বিগ ডাটা অ্যান্ড অ্যানালাইটিকস, ওপেন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি মুভমেন্ট, ইউনিভার্সাল মেমরি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।
ওপেন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি মুভমেন্ট: ওপেন সোর্স সফটওয়্যার থেকে শুরু করে ওপেন একসেস পাবলিশিং, ওপেন আইপি মুভমেন্ট আমাদের ওপরই নির্ভর করছে। এর প্রভাব কী হতে পারে?
অনলাইন ওপেন কোর্সেস: ধীরে ধীরে উচ্চশিক্ষায় পরিবর্তন আসবে। প্রথাগত ইউনিভার্সিটির ধারণা থেকে বের হয়ে আসবে সবাই। অর্থাৎ, অনলাইনে উচ্চশিক্ষার বিস্তার ঘটবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকারও পরিবর্তন দেখা যাবে।
কোয়ান্টাম কম্পিউটিং: আগামী দশকে কোয়ান্টাম কম্পিউটিং তার জায়গা করে নেবে। কমার্শিয়াল কোয়ান্টাম কম্পিউটিং আয়ত্তে আসার সঙ্গে সঙ্গে ব্যাপক পরিবর্তন দেখা যাবে এবং এই পরিবর্তন হবে খুব দ্রুতগতিতে।
থ্রিডি ইন্টিগ্রেটেড সার্কিটস: মোবাইলের ক্ষেত্রে প্রথাগত প্রিন্টেড সার্কিট বোর্ড থেকে থ্রিডি আইসি তৈরির প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে। অন্যান্য আইটি পণ্যের ক্ষেত্রেও দ্রুততার সঙ্গে এটি ছড়িয়ে যাবে।
মাল্টিকোর: ২০২২ সালের মধ্যে মাল্টিকোর থাকবে সব জায়গায়। পরিধানযোগ্য বিভিন্ন সিস্টেম থেকে শুরু করে স্মার্টফোন, ক্যামেরা, গেমস, অটোমোবাইল, ক্লাউড-সার্ভার, সুপারকম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে মাল্টিকোর থাকবে।
মেশিন লার্নিং অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম: আমাদের জীবনে মেশিন লার্নিংয়ের গুরুত্ব অনেক এবং দিন দিন এই গুরুত্বের মাত্রা বাড়ছে। সার্চ রেজাল্টের তালিকা, কোনও পণ্য ব্যবহারের পরামর্শ কিংবা আরও ভালো পরিবেশ তৈরির ক্ষেত্রে মেশিন লার্নিং অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মেডিকেল রোবটিক্স: হাসপাতালে বিভিন্ন জিনিস স্বয়ংক্রিয় সরবরাহের ক্ষেত্রে মেডিকেল রোবটিক্স নতুন অধ্যায়ের শুরু করবে। এছাড়া মেডিকেল রোবটিক্সের হাত ধরে জীবন-রক্ষাকারী অনেক উদ্ভাবনও সামনে আসবে।
এছাড়া আগামী দিনগুলোতে ডিভাইস অ্যান্ড ন্যানোটেকনোলজি, ফটোনিক্স, নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারকানেক্টিভিটি, সফটওয়্যার-ডিফাইন্ড নেটওয়ার্ক, হাই পারফরমেন্স কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, ন্যাচারাল ইউজার ইন্টারফেস, কম্পিউটার ভিশন অ্যান্ড প্যাটার্ন রিকগনিশন, লাইফ সায়েন্স ইত্যাদি বিষয়গুলো মানুষের জীবনে আমূলে পাল্টে দেবে বলে মনে করা হচ্ছে।