বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। তবে বাকি ম্যাচগুলোর আগে কিউইদের জন্য সুখবর হয়ে এসেছে ফিন অ্যালেনের করোনামুক্তি। সফরকারীদের কোচ গ্লেন পকনেল আশা করছেন, নিউজিল্যান্ডের ব্যাটিং শক্তি বাড়াতে কার্যকরী ভূমিকা রাখবেন অ্যালেন।
ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে ২০ আগস্ট সরাসরি বাংলাদেশে আসেন কিউই এই ব্যাটসম্যান। দুই দিন পর কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পাওয়া যায় তার কোভিড পজিটিভের ফল। এরপর থেকে টিম হোটেলে আইসোলেশনে ছিলেন অ্যালেন। বৃহস্পতিবার ক্রিকেট নিউজিল্যান্ড জানায়, পরপর দুই দিন করোনা নেগেটিভ হওয়াতে সতীর্থদের সঙ্গে সুরক্ষা-বলয়ে যোগ দিয়েছেন এই ব্যাটসম্যান।
অ্যালেনকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের কোচ পকনেল, ‘আমাদের জন্য দারুণ এক খবর। সংক্ষিপ্ত ফরম্যাটে সে আগ্রাসী ব্যাটসম্যান, ইতিমধ্যে সে তা দেখিয়েছে। এই কন্ডিশনে তাকে পেলে আমাদের ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ হবে। আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে।’
কবে নাগাদ অ্যালেনকে পাওয়া যেতে পারে, এমন প্রশ্নে কিউই কোচ বলেছেন, ‘আশা করি, দ্রুতই আমরা তাকে পাবো। অবশ্যই দলের বিবেচনায় আসবে সে। এখন দেখতে হবে ও শারীরিকভাবে কোন অবস্থায় আছে। এমনিতে সে ভালো আছে। ওর অবস্থা বুঝেই আমরা সিদ্ধান্ত নেবো।’