Published : Saturday, 4 September, 2021 at 12:00 AM, Update: 04.09.2021 1:10:18 AM
লাতিন
আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে ব্রাজিল।
সান্তিয়াগোয় আজ নিজেদের সপ্তম ম্যাচে চিলির বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে
রাখল দলটি।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির মাঠে এভারতন রিবেইরোর
নৈপুণ্যে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। ফলে চলতি বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা
বজায় রাখল নেইমার-কাসেমিরোরা।
আজকের খেলায় প্রথমার্ধে শত চেষ্টা করেও
জালের দেখা পায়নি ব্রাজিল। তবে বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে এভারতন
রিবেইরোর কল্যাণে এগিয়ে যায় দলটি। বাকি সময়ে কোন দলই আর লক্ষ্যে বল জড়াতে
পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।
স্তাদিও মনুমেন্তাল
দাভিদ আরেয়ানোয় শুরু থেকেই আক্রমণাত্বক খেলে ব্রাজিল। পাল্টা আক্রমণে যেতে
মোটেও সময় নেয়নি চিলিও। দূরপাল্লার শটে গোলের চেষ্টা করছিল দলটি। কিন্তু
সেভাবে গোলরক্ষক ওয়েভেরতনকে পরীক্ষায় ফেলতে পারছিল না তারা।
১-০ গোলে পেছনে পড়ার পর ব্রাজিল শিবিরে একের পর এক আক্রমণ করে চিলি। কিন্তু ঠা-া মাথায় সেগুলো সামলেছেন মার্কিনিয়োস-এদের মিলিতাওরা।