ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কর্মচারীদের দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে দুদক
Published : Saturday, 4 September, 2021 at 12:00 AM
অভ্যন্তরীণ দুর্নীতি দমনে কমিটি করে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পর্যালোচনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুদকের কমিশন সভায় দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে আসা অভিযোগের প্রেক্ষিতে সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
দুদকের সচিব আনোয়ার হোসেন হাওলাদার এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দুদক আইন ১৯-এর ২ ধারায় দুর্নীতি প্রতিরোধে অভ্যন্তরীণ কমিটির কথা বলা হয়েছে। দুদক অত্যন্ত পরিচ্ছন্নভাবে কাজ করবে। কর্মকর্তারা মানুষের আস্থায় থাকবেন। ভালো কর্মকর্তা হিসেবে কাজ করবেন, স্বচ্ছতা নিশ্চিত করবেন। অভ্যন্তরীণ দুর্নীতি আছে কি-না, এটা দেখার জন্য দুদক আইনের আওতায় অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধ কমিটি করা হয়েছে।’
দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে, আমরা তা পর্যালোচনা করছি। বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, যাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও বিভিন্ন সুযোগ নেওয়ার অভিযোগ আছে।’
‘কমিশন সভায় প্রতিটি অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিচার, বিশ্লেষণ করে যেভাবে নিষ্পত্তি করা যায়, সেভাবে করা হবে। তবে কতজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তা জানাননি দুদক সচিব’ বলেন দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার।