ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভিমরুলের কামড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
Published : Saturday, 4 September, 2021 at 12:00 AM
টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। শুক্রবার (৩ সেপ্টেম্বর) উপজেলার কালিয়া ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে। কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়রারম্যান এসএম কামরুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুই শিশু হলো– উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে জুবায়ের (৮) এবং জসিম উদ্দিনের ছেলে নূর নবী (৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোঁপের কাছে খেলা করছিল। এ সময় ভিমরুল উড়ে এসে তাদের কামড় দেয়। পরে পরিবারের লোকজন জুবায়ের ও নূর নবীকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর শুক্রবার ভোর রাতে জুবায়েরের মৃত্যু হয়। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকালে নূর নবীর মৃত্যু হয়।
এদিকে একই দিনে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবাসহ পরিবারের লোকজন তাদের আদরের দুই সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তারা।
কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, ‘জুমার নামাজের পর আমি একজনের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।’