বাসের সিটের নিচ থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার
Published : Sunday, 5 September, 2021 at 12:00 AM
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রীদের বসার আসনের নিচ থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা কচ্ছপগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণ থেকে ওই কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ভোলা থেকে খুলনাগামী বিআরটিসি বাসে তল্লাশি চালানো হয়। এরপর বাসের ভেতর সিটের নিচে একটি বস্তার ভেতর থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কচ্ছপের মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আজ দুপুরে উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভূইয়ার উপস্থিতিতে বন বিভাগের কর্মকর্তার কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়। কচ্ছপ পরিপক্ব না হওয়ায় সেগুলো কিছুদিন লালন পালন করবে বনবিভাগ। এরপর মুক্ত জলাশয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।