ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট
শাহীন আলম
Published : Sunday, 5 September, 2021 at 6:55 PM
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টকুমিল্লার দেবিদ্বারে ‘মাদকের বিরুদ্ধে ফুটবল’ এ শ্লোগানকে সামনে রেখে  ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে  নিউইয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে বাকসার উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আবুল বাশার সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গুনাইঘর উত্তর ইউপি আওয়ামীলীগের সভাপতি মো.মোকবল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হাছান রাসেল,  ইউপি আওয়ামীলীর সাংগঠনিক সম্পাদক  মো. সফিউল্লাহ, আবদুর রব, মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ।  
ওসি মো. আরিফুর রহমান বলেন, ফুটবল আজ দেশের জনপ্রিয় খেলা। যুব সমাজ খেলার মাধ্যমে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে থাকে। আজকের এ খেলা হোক মাদকের বিরুদ্ধে।  যারা ইতোমধ্যে মাদকের সাথে জড়িয়ে পড়েছে তাদের খেলার প্রতি উৎসাহ দেন, তাদেরকে এ খেলার মাধ্যমে ফিরিয়ে আনুন। ডা.ফেরদৌস খন্দকার এ ফুটবলের মাধ্যমে যুব সমাজকে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছেন। আমিও এ যুদ্ধে সহযোগিতা করব। 
 ধারাভাষ্যকার রাশেদুল আল-আমিনের পরিচালনায় উপস্থিত বক্তারা বলেন, দিনদিন মাদকের ছোবলে যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে। এই মরণব্যাধি মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলোধুলার পাশাপাশি লেখাপড়ায় বসাতে হবে। সামাজিক উন্নয়ন কাজে তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে, তাহলেই যুবসমাজ মরণব্যাধি মাদক থেকে বাঁচানো সম্ভব। 
ডা. ফেরদৌস খন্দকার একজন ক্রীড়া প্রেমিক মানুষ, তাই তিনি এ উপজেলায়  খেলাধুলার জন্য নিজস্ব টিম গড়ে তুলেছেন। আমরা ত্রা কাছে কৃতজ্ঞ। ফুটবলের এ টুর্নামেন্টে খেলায় বাকসার ইউনিয়নের ৪০ জন যুবক নিয়ে অ.ই.ঈ.উ  চারটি  গ্রুপ করা হয়। সর্বশেষ ফাইনাল খেলায় অংশ নেন  বি এবং ডি গ্রুপ। উভয় দল দুই দুই গোল দেওয়ায় বি গ্রুপ ট্রাইব্রেকারে ডি গ্রুপ ০৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।