ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চিড়িয়াখানার হরিণের দাম কমল
Published : Tuesday, 7 September, 2021 at 12:00 AM
এখন ৫০ হাজার টাকায় জাতীয় চিড়িয়াখানা থেকে হরিণ কেনা যাবে।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে চিত্রা হরিণের দাম ৭০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে থেকে এটা কার্যকর হয়েছে।”
দাম কমানোর কারণ দেখিয়ে তিনি বলেন, “দাম বেশি হওয়ার কারণে মানুষের মধ্যে অনীহা ছিল। বাইরে অনেক খামার আছে তো, সেখানে নাকি তারা একটু কম দামে পায়।”
মিরপুর চিড়িয়াখানার তিন শেডে থাকার জায়গা রয়েছে ১৫০টি হরিণের। মহামারীর অবসরে সেখানকার প্রাণিদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় হরিণের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। সেজন্য মার্চ মাসে ১৬৫টি হরিণ বিক্রির ঘোষণা দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
তবে হরিণ কেনার আগে অনুমতি নিতে হবে বন বিভাগের। একজন ক্রেতাকে অন্তত দুটি হরিণ কিনতে হবে।