ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক রাতে ১৯ স্বর্ণের দোকানে ডাকাতি
Published : Tuesday, 7 September, 2021 at 12:00 AM
সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে একদল ডাকাত। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকার বংশী নদীর তীরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রবিবার রাতে দোকানে তালা লাগিয়ে বাড়ি চলে যান দোকানিরা। এর মধ্যে কয়েকজন কর্মচারী রাতে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে নৌকাযোগে এসে একদল ডাকাত ওই এলাকায় হানা দেয়। তারা বন্ধ দোকানগুলোর তালা ভেঙে লুট করে। এছাড়া স্থানীয় নিরাপত্তাকর্মীকে জিম্মি করে দোকানের ভেতরে থাকা কর্মচারীদের ডেকে বের করে। পরে অস্ত্র ধরে রশি দিয়ে বেধে মালামাল লুট করে তারা। কয়েক ঘণ্টা লুট চালানোর পর নৌকাযোগে বংশী নদী দিয়ে পালিয়ে যায়।
দোকানিদের দাবি, সবমিলিয়ে এক কোটি টাকার বেশি মালামাল লুট হয়েছে।
ডাকাতির ঘটনা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, কত টাকার মালামাল লুট হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ এ ঘটনায় একটি মামলা করা হবে বলেও জানান তিনি।