ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝরে পড়া শিশুদের শিক্ষা নিয়ে অবহিতকরণ সভা
Published : Tuesday, 7 September, 2021 at 12:00 AM, Update: 07.09.2021 1:06:50 AM
ঝরে পড়া শিশুদের শিক্ষা নিয়ে অবহিতকরণ সভাউপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত ঝরে পড়া এবং ভর্তি না হওয়া ৮ থেকে ১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য দ্বিতীয়বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ে ব্রাকের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচীর পরিচালক সাফি রহমান খান, বিশেষ অতিথি ছিলেন জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালক শেখ মোঃ নাজমুল হক।
কার্যক্রম সঞ্চালনায় ছিলেন ব্র্যাক - বি ই পি আঞ্চলিক ব্যবস্থাপক  আশুতোষ চক্রবর্ত্তী । এছাড়া ব্র্যাক  শিক্ষা কর্মসূচির চিপ অব পার্টি জনাব মো: মাহমুদ হাসান ,এবং জনাব মো আব্দুল আজিজ , মনিটরিং ্এন্ড এম আই এস স্পেশালিষ্ট ও উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহা: দেলোয়ার হোসেন মজুমদার (আদর্শ সদর )এবং প্রান্তিক সাহা (ভারপ্রাপ্ত )সদর দক্ষিণ , এছাডা  উপজেলা সহকারি শিক্ষা অফিসারবৃন্দ  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঝরে পড়া এবং ভর্তি না হওয়া ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য দ্বিতীয়বার সুযোগ দেয়া এং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার জন্য আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচীতে প্রাথমকি ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগি হিসেবে কাজ করছে ব্র্যাক। এই কর্মসূচীতে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে কিভাবে আগ্রহী শিশুদের জরিপ এবং শিক্ষা ব্যবস্থা চালু করা যায় সে বিষয়ে জানানো হয়। এছাড়া শিক্ষা কার্যক্রম বাস্তবায়ণের বিষয়েও কাউন্সিলর ও শিক্ষকবৃন্দের কাছ থেকে মতামত নেয়া হয়।