কুমিল্লার দেবিদ্বারে খালের উপর বানানো অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর সরকারি আশ্রয়ন প্রকল্পের সংলগ্ন খালে অবৈধভাবে নির্মিত একটি আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী মো. ইউনুছ মিয়া, উপজেলা অফিস সহকারী রতন কুমার দেবনাথসহ স্থানীয় লোকজন।
জানা গেছে, একই এলাকার আবুল হাশেম ভূইয়ার ছেলে মো. দুলাল মিয়া কাচিসাইর সরকারি আশ্রয়ন প্রকল্পের সংলগ্ন খালে একটি অবৈধ দোকানপাট নির্মাণ করেন। তাকে স্থানীয়রা কয়েক দফায় বাধা দিলেও তিনি শুনেননি।
অবৈধ দখলদার দুলাল মিয়া বলেন, বিদেশ থেকে এসে বাড়ির কাছে খালের ওপর দোকান নির্মাণ করেছিলাম। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে অভিযানে আমার দোকানটি উচ্ছেদ করা হয়েছে। দোকানের মালামাল আমি নিজেও সরিয়ে নিয়ে আসছি।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, কাচিসাইর এলাকায় এক ব্যক্তি খালের ওপর এ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। সেটি নোটিশ দেওয়ার পরও তিনি সরাননি। পরে অভিযানের মাধ্যমে সেটি উচ্ছেদ করা হয়েছে।
ইউএনও রাকিব হাসান বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করার খবর পেয়েছি। পর্যায়ক্রমে সেগুলোকেও উচ্ছেদ করা হবে।