আধুনিক কনকাপৈত ইউনিয়ন গড়তে চেয়ারম্যান প্রার্থী ফখরুলের বিকল্প নেই
Published : Wednesday, 8 September, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
আগামী কনকাপৈত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, কুমিল্লা দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক ও হিংগুলা হাছানীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরীফুল ইসলাম মজুমদার ফখরুল। চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী এই ইউনিয়নে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী থাকলেও আগাম প্রস্তুতি নিয়ে বিভিন্ন সময় মাঠে চষে বেড়াচ্ছেন তিনি। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি পাড়া মহল্লায় ইতি মধ্যে আপমার জনতার মন জয় করে নিয়েছেন। জানা গেছে, এবারে কনকাপৈত ইউপি নির্বাচনে একজন যোগ্যতা সম্পূর্ন ব্যক্তিকে পেতে মুখিয়ে আছেন কনকাপৈত ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আধুনিকতায় প্রতিষ্ঠিত এই ইউনিয়নটি চৌদ্দগ্রাম উপজেলার মডেল হিসেবে বেশ পরিচিত লাভ করেছে। শিক্ষাদীক্ষায় এগিয়ে থাকায় এবারে ইউপি নির্বাচনে এই তরুণ প্রার্থীকে খুঁজে পেয়েছেন বলে অনেকে জানান। জনতার ভালোবাসায় সিক্ত হয়ে তিনিও প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে ছুটছেন। তরুণ এই চেয়ারম্যান প্রার্থী চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সুধীজনদের সাথে কূশল বিনিময় করে যাচ্ছেন। শরীফুল ইসলাম মজুমদার ফখরুল সাংবাদিকদের বলেন, প্রিয়নেতার হাত ধরে আমার রাজনীতিতে প্রবেশ। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মানব সেবা করতে হয়। আলকরা থেকে কাশিনগর পর্যন্ত যার উন্নয়নের ছোঁয়া আমাকে অনুপ্রাণিত করেছেন তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের সাবেক হুইপ, বাংলার সাবেক সফল রেলপথমন্ত্রী ও ধর্মমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মুজিবুল হক মুজিব এমপি। যতদিন বেচে থাকব প্রিয়নেতার আদর্শকে বুকে লালন করে তার নির্দেশে এই কনকাপৈত ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাব। প্রিয়নেতার নিকট আমি আসন্ন কনকাপৈত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদে দলীয় মনোনয়ন চাইব। নেতা যে সিদ্ধান্ত দিবেন তা আমার জন্য চিরধার্য। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর নিকট আমার প্রিয়নেতা মোঃ মুজিবুল হক মুজিব এমপি ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহতা’লা যেন তার পরিবারকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন।