ময়নামতির হরিণ ধরায় গণটিকার দ্বিতীয় ডোজ উদ্বোধন
Published : Wednesday, 8 September, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের গণটিকার দ্বিতীয় ডোেেজর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ লালন হায়দার।
গণটিকা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হেলথ ইন্সপেক্টর গোলাপ জান বেগম এবং পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী কুমার বিশ্বজিত ভৌতিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ, ময়নামতি ইউপি সচিব মোঃ আব্দুল কুদ্দুস মজুমদার সোহেল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম কনু, দেলোয়ার হোসেন মৃধা মেম্বার, শামীউল আহসান শিপন মেম্বার, তোফায়েল আহমেদ, হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মরিয়মের নেছা, সহকারী শিক্ষক যথাক্রমে শরমা রানী দত্ত, তোফায়েল হোসেন, লিপি আক্তার, আনোয়ারা আক্তার, মাহমুদুর রহমান রমজান, শাহনাজ পারভিন, স্বাস্থ্য সহকারী নাঈমা সুলতানা, সম্পা রানী রৌদ্র, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নিগার সুলতানা, নাসরিন আক্তার, ফাগুলনি কর , ফরিদা ইয়াসমিন, নুরুন্নাহার ফয়েজুন্নেছা প্রমুখ।
উল্লেখ্য যে দ্বিতীয় ডোজে যারা রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করেছেন তারাই এবার স্ব স্ব কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারেন । নতুন করে কেউ পরবর্তী নিদর্শনা না দেয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। তবে অতি দ্রুত টিকা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন করার নির্দেশনা আসতে পারে। বিস্তারিত সংশ্লিষ্ট বিভাগ গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে।