দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
Published : Wednesday, 8 September, 2021 at 12:00 AM
দক্ষিণ অফ্রিকায় হাফিজ আব্দুল আহাদ (৩০) নামে সিলেটের গোলাপগঞ্জের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে (আফ্রিকার সময় ভোর ৬টায়) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মেহেদী হাসান।
নিহত যুবক উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামের সজীব আলীর ছেলে।
মেহেদী হাসান জানান, আব্দুল আহাদ দোকানের মালামাল কিনতে আরেক প্রবাসী ব?্যবসায়ীকে সঙ্গে নিয়ে নিজ শহর ভল মারেস্টার্ড থেকে প্লাস্টকে শহরে যাওয়ার পথে ডাকাতরা তাদের গাড়ির চাকায় গুলি করে। এরপর গাড়ি থামলে আহাদকে গুলি করে সঙ্গে থাকা টাকা নিয়ে চলে যায় ডাকাতরা। ঘটনাস্থলেই আহাদ নিহত এবং তার সঙ্গে থাকা ব?্যবসায়ীও গুলিবিদ্ধ হন।
সাগরে ভাসছে ইলিশভর্তি ট্রলার, খোঁজ নেই মাঝি-জেলের
বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন আলোর কোল এলাকায় এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ভাসতে দেখেছেন জেলেরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলেরা ওই এলাকায় মাছ শিকারে গেলে ট্রলারটিকে দেখতে পান। জেলে মাঝি কেউ না থাকলেও ট্রলারটি ইলিশ বোঝাই বলে জানিয়েছেন সেখানকার জেলেরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) ট্রলারটি অভিভাবকহীন অবস্থায় সাগরে ভাসছে বলে জানা গেছে।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সম্ভবত গভীর সমুদ্রে মাছ ধরার পর ঘাটে ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ট্রলারের মাঝি-মাল্লারা অন্য ট্রলারে উঠে নিজেদের জীবন রক্ষা করেছেন। তবে ট্রলারের মালিককে খোঁজ করা হচ্ছে। বিষয়টি পশ্চিম কোস্ট গার্ড স্টেশনকে জানানো হয়েছে এবং ট্রলারটি উদ্ধারের জন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাগরে এভাবে মাঝি-মাল্লা ছাড়া ট্রলারটি ভাসছে কেন এর সঠিক কারণ বলা সম্ভব না। যেকোনও বিপদ হতে পারে। তবে আমরা আশা করি, ট্রলারের সব জেলেই নিরাপদে আছেন। ট্রলারটি কোন এলাকার সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।’
এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ বলেন, ‘একটি ট্রলার সাগরে ভাসছে, এমন সংবাদ শুনে আমরা সঙ্গে সঙ্গে ট্রলারটিকে উদ্ধারের জন্য রওনা দিয়েছি। ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসার পর সঠিক কারণ জানা যাবে। এখন পর্যন্ত ট্রলারটির মালিকপক্ষের কাছ থেকে আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।’