সিআইডি কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, ৯৯৯-এ ফোনকলে গ্রেফতার
Published : Wednesday, 8 September, 2021 at 12:00 AM
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর কাফরুল থেকে সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড, একটি মোবাইল ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকা থেকে মো. ফজলুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘কাফরুল থানার পূর্ব শেওরাপাড়া এলাকায় সোমবার সকালে সিআইডি পুলিশ পরিচয়দানকারী এক ব্যক্তি জনৈক ভ্যানচালককে জানান তার বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি ভ্যানচালকের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। এরপর তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। তবে ভ্যানচালকের কাছে ১০ হাজার টাকা না থাকায় মারধর করে তার কাছে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেন।’
ওসি আরও বলেন, ‘একইদিন দুপর ১২টার দিকে কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকায় ভ্যানচালক ওই ভুয়া সিআইডি পুলিশ পরিচয়দানকারীকে দেখতে পান। ভ্যানচালক পরিচয় জানতে চাইলে তার অসংলগ্ন কথাবার্তায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। এসময় তারা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ফোন পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।’
এ বিষয়ে ভ্যানচালকের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।