Published : Wednesday, 8 September, 2021 at 12:00 AM, Update: 08.09.2021 1:02:24 AM
রণবীর ঘোষ কিংকর।
সদ্য
প্রয়াত সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ এর শূন্য আসনের উপ-নির্বাচনেও আসছে
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। নির্বাচনকে ঘিরে সরকার দলীয় নেতা-কর্মীদের
মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করলেও কোন টু-শব্দ নেই বিএনপি নেতৃত্বাধীন
২০দলীয় জোটে।
সংসদীয় আসন কুমিল্লা-৭ আসনে কে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী
লীগের দলীয় প্রতীক এ নিয়ে চলছে সকল নেতা-কর্মীদের মাঝে হাজারও
জল্পনা-কল্পনা। এ আসনে আওয়ামী লীগে ৮ প্রার্থী রয়েছেন মনোনয়ন দৌড়ে। এর
মধ্যে বেশি আলোচনায় আছেন ২ প্রার্থী। যা নিয়ে দিন রাত নেতা-কর্মীদের মাঝে
উৎকন্ঠা বিরাজ করছে। আর ২০ দলীয় জোট নির্বাচনে না আসায় ওই জোটে নেই দলীয়
মনোনয়ন পাওয়ার দৌড়ঝাপ। নেতা-কর্মীদের মাঝেও নেই কোন আলোচনা-সমালোচনা।
চান্দিনায়
২০ দলীয় জোটের পাঁচটি দলের সংগঠন থাকলেও বাকি পনেরটি দলের কোন অস্তিত্ব
নেই। আর সংগঠনের থাকা পাঁচটি দলের মধ্যে সংসদীয় নির্বাচনে বিএনপি ও লিবারেল
ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) প্রার্থীর মধ্যে চলে মনোনয়ন লড়াই। চলতি
উপ-নির্বাচনে ২০ দলীয় জোট না আসায় উত্তাপ নেই চান্দিনায়।
এদিকে, ২০
দলীয় জোট নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে সরে
বিরোধী দলের ভূমিকায় অবস্থান নিবেন জাতীয় পার্টি। জাতীয় পার্টির কেন্দ্রীয়
কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রেজা
খোকন হচ্ছে এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এখন পর্যন্ত এমটাই
নিশ্চিত করে দলটি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড.
রেদোয়ান আহমেদ বলেন, দেশে গণতন্ত্র নেই। যে কারণে ২০ দলীয় জোট নির্বাচন
বর্জন করেছে। আর এলডিপি জোটের অন্যতম শরিকদল হিসেবে আমরাও নির্বাচনে অংশ
গ্রহণ করছি না।
দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) এ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু
করে সকল পর্যায়ের নির্বাচন প্রত্যাক্ষান করেছে। কোন নির্বাচনেই ২০দলীয় জোট
অংশ গ্রহণ করছে না। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিকদল
লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) নির্বাচনে অংশ গ্রহণ করবে না।
জাতীয়
পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির
আহবায়ক লুৎফর রেজা খোকন জানান- আওয়ামী লীগের সাথে আমাদের জোট থাকলেও আমরা
এখন প্রতিটি নির্বাচনেই পৃথক ভাবে প্রার্থী দিচ্ছি। যেহেতু চান্দিনা আসনে
আমারও সংসদীয় আসন সে হিসেবে আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে
প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে। ইতিমধ্যে আমি জাতীয় পার্টির দলীয় মনোনয়ন
ফরম নিয়েছি। দল আমাকে মূল্যায়ণ করলে আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো।