ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অতিরিক্ত সচিব হলেন সঞ্জয় কুমার ভৌমিক
Published : Wednesday, 8 September, 2021 at 12:00 AM, Update: 08.09.2021 1:02:27 AM
অতিরিক্ত সচিব হলেন সঞ্জয় কুমার ভৌমিকনিজস্ব প্রতিবেক: কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও কুমিল্লার প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার ৭ সেপ্টেম্বর এ পদোন্নতির বিষয়য়ে প্রজ্ঞাপন করা হয়। তিনি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন।
জানা গেছে, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) যুগ্মসচিব পদমর্যাদার ৯২ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ পদোন্নতি দিয়ে দু'টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন এবং বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও তিন কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা তাদের যোগদানপত্র ই-মেইলে পাঠাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৯২ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৮ জনে।
সবশেষ গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।