ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মার্করাম আর বোলাররা জেতালেন দক্ষিণ আফ্রিকাকে
Published : Sunday, 12 September, 2021 at 12:00 AM, Update: 12.09.2021 2:20:37 AM
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৮ রানের দারুণ এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর সেটা সম্ভব হয়েছে এইডেন মার্করামের ব্যাটিং ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে।
কলম্বোতে শুক্রবার রাতে মার্করামের ৩৩ বলে ১ চার ও ২ ছক্কায় করা ৪৮ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। এরপর বোলাররা শ্রীলঙ্কাকে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে দেননি। তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
প্রোটিয়াদের বামহাতি স্পিনার কেশব মহারাজ ১৯ রান দিয়ে ১টি উইকেট নেন। অন্যদিকে সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিনেশ চান্দিমাল তার ক্যারিয়ার সেরা ৬৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। এটা ছিল তার ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি। ৫৪ বলের এই ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিল।
এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক ৩৬ ও রেজা হেনড্রিকস ৩৮ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হন। তাদের জুটিতে আসে ৭৩ রান। এরপর চতুর্থ উইকেটে ডেভিড মিলারকে য়ে ৩৫ বলে ৬৫ রানের জুটি গড়েন মার্করাম। মিলার ১৫ বলে করেন ২৬ রান। এই জুটি ভাঙেন দাসুন শানাকা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন এইডেন মার্করাম।