ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পাথরবাহী ট্রাক চাপায় নিহত ৩
তানভীর দিপু
Published : Saturday, 11 September, 2021 at 10:43 AM, Update: 11.09.2021 10:48:11 AM
কুমিল্লায় পাথরবাহী ট্রাক চাপায় নিহত ৩কুমিল্লায় পাথরবাহী ট্রাক চাপায় রিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে রিকশা থেকে নেমে চালককে ভাড়া দিচ্ছিলেন। এসময় সিলেট থেকে কক্সবাজার অভিমুখি একটি পাথরবাহী ট্রাক ওই ময়নামতি এলাকায় রাস্তার পাশে দাড়ানো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২জন যাত্রী ও রিকশা চালক মারা যায়।কুমিল্লায় পাথরবাহী ট্রাক চাপায় নিহত ৩ এদের মধ্যে রিকশা চালকের বাড়ি ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়ায় মৃত মোহাম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন সাগর।  অপর দুই যাত্রীর  মৌলভীবাজার জেলার জুরী থানার আবদুস সালামের ছেলে আবদুল আহাদ ও রজব আলীর ছেলে মোঃ ইউসুফ। ময়নামতিক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
কুমিল্লায় পাথরবাহী ট্রাক চাপায় নিহত ৩