ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার স্কুল-কলেজ কাল খুলছে
Published : Saturday, 11 September, 2021 at 12:00 AM, Update: 11.09.2021 1:49:08 AM
কুমিল্লার স্কুল-কলেজ কাল খুলছে শাহীন আলম।
কাল রোবাবার খুলছে কুমিল্লার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তুরের পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যেই এসব প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্যানিটাইজড করে প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের জানানো হয়েছে, কোভিড-বিধি নিষেধও মেনে মাস্ক পরে স্কুলে আসা বাধ্যতামূলক।
গত বৃহস্পতিবার জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিনে ঘুরে দেখা গেছে, শ্রেণিকক্ষের টেবিল-বেঞ্চ  ধোঁয়া মুছার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের আঙিনা ও মাঠের ঘাস-আগাছা কেটে পরিষ্কার করা হচ্ছে।
জানা যায়, কুমিল্লা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুই হাজার ১০৬টি, কিন্ডার গার্ডেন রয়েছে দুই হাজার ১৭৬টি। মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৬০৫টি ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৬২ টি। এছাড়াও জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৬২ টি কলেজ রয়েছে।
একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বশিরুল আলম বলেন, দীর্ঘদিন পর স্কুল খুলছে এটি আনন্দের বিষয়। অনেকদিন পর সহকর্মী ও শিক্ষার্থীদের সাথে দেখা হবে।  প্রতিটি  শ্রেণিকক্ষ নতুনভাবে সাজানো হয়েছে।  শিশুদের শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান করা হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা  মো. আবদুল মজিদ বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে কয়েক দফায় সভা করেছি। সভায় সরকার কর্তৃক ১৯ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।  জেলা শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন উপজেলা ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ খবর নিচ্ছেন। প্রায় দেড় বছর পর স্কুল খুলছে শিক্ষার্থী ও শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশ পাবে।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোসা. রাশেদা আক্তার জানান, অনেক দিন পর স্কুল খুলছে। আবার শুরু হবে পড়াশুনা-খেলাধুলা। আমরা ইতোমধ্যে শ্রেণীকক্ষগুলো শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবানু মুক্ত করেছি। চার শিফটে ক্লাস নেওয়া হবে। তিন ফুট দুরত্বে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে। মাস্ক, হাত ধোঁয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউসি) কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সৌমেশ কর চৌধুরী বলেন, জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৬২ টি কলেজ রয়েছে। এ কলেজগুলো  পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে।  হাত ধোয়ার পানি সাবান ও স্যানেটাইজার রাখা, শরীরের তাপমাত্রার যন্ত্র রাখা,  প্রতিটি টেবিলে একজন বেশি হলে দু’পাশে দুজন বসানো হবে। ইতোমধ্যে  সরকারের ১৯দফা নির্দেশনা প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হয়েছে।