অন্তর্দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন পাপন
Published : Sunday, 12 September, 2021 at 12:00 AM, Update: 12.09.2021 2:20:45 AM
যার বিয়ে তার খবর নেই,
পাড়াপড়শির ঘুম নেই। বাংলাদেশ দলের ভেতরে বিভেদ খুঁজে ফেরার গল্প অনেকটা এ
রকমই। ক্রিকেটাররা নিজেদের মধ্যে কোনো সমস্যা দেখেন না। বিসিবি
কর্মকর্তারাও অন্তর্দ্বন্দ্ব খুঁজে পাননি। জাতীয় দল নির্বাচকদের কোনো
অভিযোগ নেই। এরপরও কেউ কেউ মনে করছেন, বিশ্বকাপ দল গড়া নিয়ে তামিম ইকবাল ও
মাহমুদুল্লাহর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্ব ভবিষ্যতে
অন্তর্দ্বন্দ্ব বাড়িয়ে দেবে বলেও মনে করা হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল
হাসান পাপন জানালেন, দলের ভেতরে কোনো কলহ নেই।
যে কোনো সিরিজের দল
নির্বাচনের আগে জাতীয় নির্বাচক প্যানেল অধিনায়ক ও কোচের মতামত নেন। টি২০
বিশ্বকাপ দল গড়ার আগেও মাহমুদুল্লাহ ও রাসেল ডমিঙ্গোর মতামত নেন
নির্বাচকরা। সেখানে তামিমকে রেখেই স্কোয়াড গোছানো হয়েছিল। কিন্তু তামিম
নিজেকে স্বেচ্ছায় বিশ্বকাপ স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেন। ফেসবুক লাইভে
এসে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন তামিম। এরপরও টাইগার ওপেনারকে
নিয়ে ফিসফিসানি বন্ধ হয়নি। বিশ্বকাপ দল ঘোষণা করতে দেরি হওয়ায় গুঞ্জন
রটেছে, সিদ্ধান্ত পরিবর্তন করতে তামিমকে ফোন দিয়েছিলেন বোর্ড সভাপতি পাপন।
গতকাল
সিরিজ শেষে এ ব্যাপারে বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন,
'তামিমকে তার সিদ্ধান্ত ভেবে দেখতে কিংবা রিভিউ করতে যোগাযোগ করা হয়নি। এমন
কোনো ঘটনাই ঘটেনি। এটা ভুল তথ্য। এমনটা হওয়ার কথাও নয়। কারণ, তামিম এই
সিদ্ধান্ত আমার সঙ্গে কথা বলে, আলোচনা করে নিয়েছে। যেখানে এই সিদ্ধান্ত
আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে, সে ক্ষেত্রে তাকে দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার
কোনো ঘটনাই ঘটেনি।'
নিউজিল্যান্ড সিরিজে মুশফিকের কিপিং না করা এবং এই
সংস্করণে তার কিপিং ছেড়ে দেওয়ার কথা কোচ মিডিয়াকে জানানোর পর মান-অভিমানের
পাশাপাশি অন্তর্দ্বন্দ্বের কথা রটেছে। সেই সঙ্গে যোগ হয়েছে টি২০ অধিনায়ক
মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মনকষাকষির বিষয়।
এ
ব্যাপারে জানতে চাওয়া হলে অন্তর্দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিয়ে পাপন বলেন,
'প্রথম কথা হচ্ছে বায়ো-বাবলের জন্য এখন দলের কাছাকাছি যাওয়া যায় না। তবুও
আমি যতটুকু জেনেছি, কোনো সমস্যা নেই। আমি কোনো সমস্যা দেখিনি। জালাল ভাই
আগের সফরে দলের সঙ্গে গিয়েছিলেন, ববি ভাই গিয়েছেন, তাকে জিজ্ঞেস করেছি।
তারা কেউ কোনো সমস্যা খুঁজে পাননি। তাই আমি বলব, এই জিনিসটা নিয়ে কোনো
মন্তব্য করার কারণই আমি দেখছি না।'
এদিকে, সিরিজের শেষ ম্যাচটি সাকিব আল
হাসান দেখেছেন প্রেসিডেন্ট বক্সে পাপনের সঙ্গে। দু'জনের মধ্যে বিশ্বকাপে
বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা হয়। পাপনকে আশার কথাই শুনিয়েছেন সাকিব। তিনি
বলেন, 'সাকিবের সঙ্গে কথা হচ্ছিল টি২০ বিশ্বকাপের আগে আমাদের যে পরিকল্পনা
ছিল, সেটা আমরা করতে পারিনি। অনেক দেশই সেটা করতে পেরেছে। আমাদের
প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে আমি বলব না। কিছুটা করতে পেরেছি। সাকিব
বলেছে, এবারের বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ আছে।'