ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই সীমানা প্রাচীর
Published : Wednesday, 15 September, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের সীমান্তবর্তী মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। এটি ১৯৭২ সনে স্থানীয় সমাজ সেবকগণ কর্তৃক স্থাপিত হয়। স্থাপনের সময় এটি মাটির তৈরির ছিলো। কালের কালক্রমে সময়ের ব্যবধানে বর্তমান সরকার এটির দৃষ্টি নন্দন অবকাঠামো নির্মাণ করেছেন। এক তলা বিশিষ্ট পশ্চিম ও উত্তর ভিটায় দুটি শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য দালান নির্মিত হয়েছে।
সরেজমিনে গতকাল ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়-প্রাক প্রাথমিকসহ অন্যান্য শ্রেণি কার্যক্রম ঠিক থাকলে ও কোমল মতি ছেলে মেয়েদের সঠিক পরিচর্যা এবং খেলাধূলার পরিবেশ বজায় রাখতে সীমানা প্রাচীর ও ওয়াশ ব্লক স্থাপন অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয়ের মাঠের পূর্ব দিক দিয়ে ছয়গ্রাম বাজারে যাওয়ার সড়ক বিদ্যমান থাকায় অত্র বিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থীগণ খেলাধুলা ও চলাফেরায় অনেকটা বিপদ শঙ্কুল পরিস্থিতিতে দিনাতিপাত করতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোসা. রওশন আরার সাথে মুঠোফোনে আলাপকালে তিনি সীমানা প্রাচীরের বিষয়টি অবগত আছেন বলে জানান। বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম ও প্রধান শিক্ষক মো. রুমেন খাঁন অচিরেই বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, ছাত্র/ছাত্রীদের লেখাপড়া মানোন্নয়ন ও পয়:নিস্কাশন ব্যবস্থা উন্নতকরণে আলাদা ওয়াশ ব্লক স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।